বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে ‘মনে রেখ’ ও ‘স্টার প্লাস’ নামের শোরুমে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।
এ সময় কোস্ট গার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার টেরিবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি শাড়ি-কাপড়ের বিরুদ্ধে এ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড।
লে. কমান্ডার সাইফুল জানান, টেরিবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি শাড়ি-কাপড়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ব্যবসায়ীরা সহযোগিতা করেননি।
কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রাম, র্যাব, পুলিশ এবং শুল্ক গোয়েন্দা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রামের টেরীবাজার মার্কেটের ২টি দোকান (মনে রেখ ও স্টার প্লাস) থেকে বৈধ কাগজপত্রবিহীন ৪০৪ পিস থ্রিপিস ও ১৫২ পিস বিভিন্ন প্রকারের শাড়ি জব্দ করা হয়।
যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন বলেন, পুরো টেরিবাজার ঘিরে অভিযানের নামে ঈদের বেচাকেনায় বিঘ্ন সৃষ্টি করার প্রতিবাদে ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বৈধ কাগজপত্র দেখানোর পরও অনেক দামি দামি শাড়ি-কাপড় জব্দ করা হয়েছে।
শতাধিক বিপণিকেন্দ্র (মার্কেট) নিয়ে টেরিবাজার। ছোট-বড় মিলে দোকান হবে প্রায় ২ হাজার। টেরিবাজারে একসময় শুধু থান কাপড় ও রেডিমেড পোশাক পাইকারি বিক্রি হতো।বর্তমানে অনেক বড় বড় শোরুম চালু হয়েছে। যেখানে একই ছাদের নিচে সব ধরনের পরিধানসামগ্রী পাওয়া যাচ্ছে।
ঈদ এলেই কেনাবেচা শুরু হয় বছরের অন্য সময়ের তুলনায় খুব বেশি। এই সুযোগ নিয়েই কিছু অসাধু ব্যবসায়ী কর ফাঁকি দেয়ার মত অপরাধ করে থাকেন। এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারলেই এমন অভিযান সফল হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply