ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন দুই গোষ্ঠিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। শনিবার এক বিবৃতিতে ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) ও জামাতি মিল্লাথু ইব্রাহিমকে জরুরি ক্ষমতাবলে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক সপ্তাহ আগে রাজধানী কলম্বোসহ তিনটি শহরে চালানো ওই ভয়াবহ হামলায় ২৫৩ জন নিহত হয়েছে বলে শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কর্তৃপক্ষ জোরালো কোনো প্রমাণ না দেখাতে পারায় স্বল্প পরিচিত ওই দুটি গোষ্ঠীকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারেনি।
বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ হাশিম মোহাম্মদ জাহরান এনটিজে অথবা এর একটি দলছুট অংশের নেতৃত্ব দিত বলে শ্রীলঙ্কান পুলিশের বিশ্বাস। অপরদিকে জামাতি মিল্লাথু ইব্রাহিম আরও কম পরিচিত দল হলেও এর সদস্যরা ওই বোমা হামলায় একটি ভূমিকা পালন করেছিল বলে ধারণা করা হচ্ছে।
ওই হামলাগুলোর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ নিয়ে তারা ভিডিও ও হামলাকারীদের ছবিও প্রকাশ করেছে। তবে শ্রীলঙ্কা সরকার দাবি করেছে, হামলা চালানো সকলেই শ্রীলঙ্কান তবে তাদের সঙ্গে বিদেশিদের যোগাযোগ থাকতে পারে।
গত রবিবারের ওই হামলার পর শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সিরীয় ও মিশরীয়সহ বিদেশিরাও রয়েছেন। নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি তল্লাশি অভিযান চালাতে ভারত মহাসাগরের দ্বীপ দেশটি জুড়ে প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply