কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল রবিবার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সমকাল এর দৌলতপুর প্রতিনিধি আহাম্মেদ রাজুর ওপর সন্ত্রাসী হামলায়, হামলাকারী শীর্ষ সন্ত্রাসী সোহেলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৫/৬/২০১৯ তারিখে ঈদের আগের দিন মঙ্গলবার উপজেলার তারাগুনিয়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরার সময় বাজারের চার রাস্তার মোড়ে পৌঁছলে ওতপেতে থাকা সন্ত্রাসী সোহেল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসী সোহেল তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা ও মুখে আঘাতসহ বেধড়ক মারধর করতে থাকে। পরে সোহেল হত্যার উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করলে স্থানীয়দের সহায়তায় রাজু প্রাণে বাঁচেন।
পরে রাজুর পকেটে থাকা বিশ হাজার টাকা ছিনিয়ে নেয় দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী, আলোচিত ফাইভ মার্ডার ও একাধিক মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি, ইয়াবা ব্যবসায়ী সোহেল রানা। তিনি পরিকল্পিতভাবে এ হামলা চালায়। পরে স্থানীয়রা সাংবাদিক আহাম্মেদ রাজুকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা করা হলে বুধবার দৌলতপুর থানার ওসি আজম খান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করেন।
বৃহস্পতিবার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. আল বেরুনী মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসী সোহেলকে আইনের আওতায় নেওয়ার আশ্বাস দিলেও এ ঘটনার পাঁচ দিন পরেও তাকে গ্রেফতার করা হয়নি। হামলার বিষয়ে দৌলতপুর থানার ওসি আজম খানের দীর্ঘ আশ্বাস দিলেও তার কোন ধরনের পদক্ষেপ বা অভিযান দেখা যায়নি এই সন্ত্রাসী হামলার বিচার ও দোষীদের খুজে বের করে,দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে, রবিবার বেলা ১১ টার সময়, উপজেলার পরিষদ গেটের সামনে সকল সাংবাদিকবৃন্দ অংশ নেন মানববন্ধোন ও বিক্ষোভ সমাবেশে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাব, আল্লারদর্গা প্রেসক্লাব, খলিশাকুন্ডি প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, পার্শ্ববর্তী উপজেলা ভেড়ামারা রিপোর্টাস ক্লাব, ভেড়ামারা প্রেসক্লাব, কুষ্টিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply