আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইনসানউল্লাহ জানাতকে বোল্ড করা মাত্র নতুন এক রেকর্ড গড়লেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়ে তিনিই এখন বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ১০০ উইকেট শিকারি বোলার হয়ে গেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ইনসানউল্লাহ ১০ রান করে তাইজুলের বলে বোল্ড হন। আফগানদের দলীয় রান তখন ১৯। আর তাতেই ২৫তম টেস্ট খেলতে নামা তাইজুল ১০০ উইকেটের দেখা পান।
তৃতীয় টাইগার বোলার হিসেবে তাইজুল টেস্টে ১০০ উইকেট লাভ করলেন। তার আগে নিজের ২৮তম টেস্টে বাংলাদেশের পক্ষে ১০০তম উইকেট শিকার করেছিলেন সাকিব। বাংলাদেশের হয়ে প্রথম ১০০ উইকেট দখল করা মোহাম্মদ রফিক নিজের ৩৩তম টেস্টে এই কীর্তি গড়েছিলেন।
টসে জিতে আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান করেছে। বাংলাদেশ দলের একাদশে কোনো পেসার নেই।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply