রংপুরের মিঠাপুকুর থানার পদ্মপুকুর এলাকা হইতে সাত লক্ষ টাকা মুল্যের হিরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ঈশা আলী শামিমকে আটক করেছে র্যাব ক্যাম্প গাইবান্ধা
দেশে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ , জঙ্গিবাদ দমন , অপরাধীদের গ্রেফতারসহ আইন শংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । র্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধী , অপহরণকারী , অবৈধ অস্ত্র উদ্ধার , মাদক উদ্ধার , অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্থ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে ।
এরই ধারাবাহিকতায় র্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩শে নভেম্বর শুক্রবার বিকাল আনুমানিক ৫ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পদ্মপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। ঈশা আলী শামিম ( ৪৫ ) কে গ্রেফতার পুর্বক তাহার নিকট হইতে (১) ৫৬ পুরিয়াতে ৫০ গ্রাম হিরোইন,মুল্য অনুমান ৫৬০০০০ টাকা, (২) ৩৯০ পিচ ইয়াবা ট্যাবলেট , মুল্য অনুমান ১৫৬০০০ টাকা,(৩) ১০ বোতল ফেনসিডিল মুল্য অনুমান ১০০০০ টাকা, (৪) মাদক বিক্রির ২৭২৪০/- টাকা এবং (৫) একটি মােবাইল , একটি ব্যাটারী , দুইটি সিমকার্ড , একটি মেমােরী কার্ড উদ্ধার করে ।
র্যাব হাতে গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। ঈশা আলী শামিম ( ৪৫ ) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পদ্মপুকুর গ্রামের খয়বার রহমানের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের এ এসপি হাবিবুর রহমান জানান, মাদকসহ গ্রেফতারকৃত শামিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত । শামিমের বিরুদ্ধে পীরগন্জ থানার একটি চাঁদাবাজি ও মিঠাপুকুর থানার একটি মাদক মামলা রংপুর আদালতে বিচারাধীন আছে । এঘটনায় গ্রেফতারকৃত শামিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
Leave a Reply