কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শহর ছাত্রলীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অকুতভয় বীর সৈনিক আল ফিরোজ হরলেন আর নেই। সামরিক শাসন, জামায়াত-শিবিরের কাছে হার না মানা ছাত্রনেতা অবশেষে জীবনের কাছে হার মেনে গত রাত ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামীলীগের রাজনীতির দুর্দিন-দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত মুজিবাদর্শের আপোসহীন সৈনিক আল ফিরোজ হরলেন চলে গেলেন না ফেরার দেশে। ছাত্রনেতা তার প্রথম এবং শেষ পরিচয়।
জীবনের শেষ দিন পর্যন্ত তার পরিচয় ছিলো ছাত্রনেতা। কারণ ছাত্র রাজনীতির পর আওয়ামীলীগের মুল সংগঠনে তার আর কোন ঠাঁই হয়নি। গতানুগতিক তোষামদির রাজনীতির বাইরের বাসিন্দা ছিলেন আল ফিরোজ হরলেন। অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন রাজনীতির কোলাহল থেকে। পদ-পদবী না থাকলেও তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ দলের প্রতিটি কর্মসূচিতে পেছনের সারিতে নীরব উপস্থিত থাকতেন। নিজ এলাকায় তরুন প্রজন্মকে চাঙ্গা করে রাখতেন। পৃথিবীর সকল লেনা-দেনা মিটিয়ে
শোকের মাসেই পরিবার-পরিজন, রাজনীতির সহকর্মীদের কাঁদিয়ে নীরবেই চলে গেলেন আল ফিরোজ হরলেন। ৭৫-কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ সরওয়ার জাহান বাদশাহ্ এক শোকবার্তায় সাবেক ছাত্রনেতা আল ফিরোজ হরলেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply