বর্তমান শিক্ষাব্যবস্থায় ক্লাস ফাইভে পাবলিক পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বাচ্চদের। এটি তাঁদের জন্য কতটা দরকারী, কিংবা আদৌ কোনো কাজে আসে কিনা, সেটি প্রশ্ন বিদ্ধ।
এবার এমন কথাই জানালেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী আগামী বছর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বিভিন্ন স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।
মেনন বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষার জন্য একটি ছোট্ট শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয়, তা সত্যিই ভাবার বিষয়। বিষয়টি শুধু ছোট্ট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যও উদ্বেগের। তাই আগামী বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এসময় তিনি পরীক্ষার্থীদের অভিভাবক ও পরিক্ষা পরিদর্শকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন।
শিশুকালে সমাপনী পরীক্ষা বাড়তি চাপ সৃষ্টি করে শিশুর মেধা বিকাশে। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply