চিত্রনায়ক সালমান শাহর ২৪ তম মৃত্যুবার্ষিকীতে ‘টীম সালমান শাহ’ নামে একটি সংগঠন শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা দাবি করে বলেন, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সালমান শাহকে হত্যার আগেও প্রায় ৫ বার পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছে সন্ত্রাসীরা। অল্প সময়ের মধ্যে দেশের সবচে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সালমান শাহ। এ কারণে তার প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপ তাকে হত্যা করেছে। এর পেছনে কাজ করেছে তার স্ত্রী সামিরার পরকীয়া।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকীব বলেন, একটি প্যাকেজ নাটকের শ্যুটিং চলাকালে তেজতুরি বাজারে মাসুম নাকে এক যুবক সালমান শাহকে ছরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। শুটিং দলের লোকজন ওই যুবককে আটক ও পুলিশে সোপর্দ করেছিল। এ ঘটনায় মামলাও হয়েছিল তখন। ওই যুবক বলেছিল, আমাকে পুলিশে দিয়ে লাভ নেই। আমার দলের লোকজনই আমাকে ছড়িয়ে নিয়ে যাবে। তবে তোকে আমি দেখে নেবো বলেও হুমকি দিয়েছিল। নিরাপত্তাহীনতায় সালমান শাহ ১৯৯৫ সালে পহেলা আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছিলেন সালমান শাহ। এক রাতে সালমান শাহকে মুঠোফোনে ডেকে এনে ধানমণ্ডির ঈদগাঁহ মাঠের কোণে ছুরি মেরে আবারও হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি জখম হন।
তিনি বলেন, ২৩ আগস্ট ছিল সালমান শাহর স্ত্রী সামিরার জন্ম দিন। তার আগের দিন ২২ আগস্ট স্ত্রী সামিরাকে চমক দেয়ার জন্য চট্টগ্রাম যান । শ্বশুরবাড়ির কাছে যাওয়ামাত্র সেখানে সন্ত্রাসীদের হামলার শিকার হন সালমান শাহ। ডাক চিৎকারে লোকজন এসে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি বলেন, অল্পতে সালমান শাহ সফলতার মুখ দেখেছেন। ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রচুর টাকা ও সম্পদের মালিক হচ্ছে। এ সব কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিজে একটি চক্র তাকে হত্যার পদক্ষেপ নিয়েছিল। কিন্তু অনেকবারই সালমান শাহ বেঁচে গিয়েছিলেন। ২৩ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা যায়নি। জড়িতদের গ্রেফতার ও ন্যায্য বিচার দাবি করেন সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা। মানববন্ধনে সালমান শাহ ভক্ত ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply