ইতালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত একটি চিত্রকর্ম দুই বছর আগে কিনেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান সাড়ে চারশ মিলিয়ন ডলারে দুই বছর আগে যে চিত্রকর্ম কিনেছেন, সেটি নকল।
২০১৭ সালের নভেম্বরে নিউইয়র্কের এক নিলামে সেটি কিনে নেন মুহাম্মদ বিন সালমান। ওই সময় এ ব্যাপারে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।
শোনা যাচ্ছিল, আবু ধাবির একটি যাদুঘরে সেই চিত্রকর্ম প্রদর্শন করা হবে। তবে শেষ পর্যন্ত সেটা আর করা হয়নি। ফ্রান্সের তরফ থেকে জানানো হয়, আবুধাবি চাইলে সরকারিভাবে ওই চিত্রকর্ম প্রদর্শন করতে পারে। তবে সেখানে মূল চিত্রকর্ম প্রদর্শন করা উচিত।
তবে অনেকেই মনে করছেন ভিঞ্চির চিত্রকর্মটি সৌদি আরবে রাজনৈতিক বন্দি হিসেবে আছে। আর সেটা করা হচ্ছে ক্রাউন প্রিন্সের নির্দেশে।
গত বছর সৌদি আরবের কাছে ফ্রান্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সেই চিত্রকর্মটি ঠিক কোথায় রয়েছে।
তবে চিত্রকর্মটির ব্যাপারে কুলুপ এঁটে বসে আছেন ক্রাউন প্রিন্স। অনেকের মনেই সন্দেহ দেখা দিয়েছে, মুহাম্মদ বিন সালমান হয়তো ভুয়া চিত্রকর্ম আসল ভেবে কিনেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply