নাটোরের সিংড়ায় ছাড়পত্র নিতে গিয়ে প্রধান শিক্ষকের মারধরের শিকার হয়েছে এক ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকের মার খেয়ে আহত অবস্থায় স্কুল ছাত্র রাশিদুল ইসলাম বর্তমানে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রাশিদুল পৌর শহরের মহেশচন্দ্রপুর গ্রামের কুরবান আলীর ছেলে ও দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র।
আহত ছাত্র ও তার পরিবার সূত্রে জানা যায়, রাশিদুল ইসলাম ২০১৮ সালে কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরিক্ষায় কৃতকার্য হয়েছে এ বছর দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে ভর্তি হয়। ভর্তির তিন মাস অতিক্রম হওয়ার পর সে স্কুলে যায় ছাড়পত্র আনতে।
রাশিদুল স্কুলে গিয়ে প্রধান শিক্ষক শারদুল ইসলামের কাছে ছাড়পত্র চাইলে সে প্রথমে গালে থাপ্পর এবং লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করে আর বলে তুই অন্য স্কুলে ভর্তি হয়েছিস কেন? এখন পুলিশ ডেকে তোকে স্কুলে সন্ত্রাস করার অপরাধে ধরিয়ে দেবো। মারধরের এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাশিদুলের বাবা কুরবান আলী বলেন, একজন শিক্ষক ছাত্রকে এভাবে মারতে পারে জানা ছিলো না, আমি এর সঠিক বিচার চাই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply