উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার কথা ছিল দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সোমবার বিকালে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও সেটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এসে পৌছায় রাত আটটারও পরে।
এরপর সুবীর নন্দীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ছাড়তে রাত ১১টা বেজে যায়। কিন্তু ওড়ার আগেই সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাধ্য হয়ে তাই যাত্রা বাতিল করা হয়। আপাতত এয়ার অ্যাম্বুলেন্সটি সারানোর কাজ চলছে। সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়ার জন্য সেখান থেকে একজন চিকিৎসক ও একজন নার্স সঙ্গে এসেছেন।
গুরুতর অসুস্থ শিল্পীকে সিঙ্গাপুর নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সর্বক্ষণিক সুবীর নন্দীর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। রবিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে একথা জানান।
একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দীকে গত ১৪ এপ্রিল সিএমএইচে ভর্তি করা হয়। এদিন ট্রেনযোগে শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসার পথে কয়েকবার তিনি বমি করেন, গলায় প্রচন্ড ব্যথা অনুভব করেন। বিমানবন্দর স্টেশনে নেমে দ্রুত তাকে সিএমএইচে নেয়া হয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পর তার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
বরেণ্য এ গায়কের মেডিকেল ইতিহাস থেকে জানা যায়, তিনি বহুদিন ধরে দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন ও ডায়ালাইসিস নিচ্ছেন। ২০১৩ সালে আমেরিকায় তার বাইপাস সার্জারি হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার এনজিওপ্লাস্টি করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply