এই মুহূর্তের ইন্টারনেট সেনসেশনের নাম ‘লতাকণ্ঠী’ রানু মণ্ডল। পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে বসে তার গাওয়া ‘এক প্যার কা নাগমা’ গানটা ভাইরাল হতেই রানু রাতারাতি তারকা বনে যান। এমনকী মুহূর্তে তার বলিউড পাড়িও সফল হয়। হিমেশ রেশমিয়া তাকে দিয়ে ইতিমধ্যেই গাইয়েছেন তিনটি গান। ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার জন্য।
এবার বাংলা সিনেমার সঙ্গে রানু মণ্ডলের যোগাযোগ ঘটছে শিগগিরই। তাকে নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল। তার প্রচেষ্টায় এবার বড় পর্দায় উঠে আসবে প্ল্যাটফর্ম থেকে তারকা বনে যাওয়া রানুর জীবন-ছবি।
তবে রানুর চরিত্রে কে? শেষ খবর, রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করার জন্য সুদীপ্তা চক্রবর্তীকে অফার করা হয়েছে। সুদীপ্তা জানালেন, ‘হ্যাঁ, রোলটা আমার কাছে এসেছে। তবে আমি এখনও সিদ্ধান্ত নিইনি। প্রথমে চিত্রনাট্য দেখতে চাই আমি।’ রানুকে নিয়ে সিনেমা তৈরির নেপথ্যের পরিকল্পনায় ‘ক্যাকটাসে’র সিধুর বিরাট ভূমিকা রয়েছে। পরিচালক জানান তিনিই সিনেমায় সংগীত পরিচালনা করবেন। প্রসঙ্গত, এই হৃষীকেশ মণ্ডল এর আগে ‘অচেনা বন্ধুত্ব’, ‘কুসুমিতার গপ্পো’ নামে দুটি সিনেমা করেছিলেন। এখন তার ‘নকশী কাঁথার খোঁজে’র কাজ শেষ পর্যায়ে।
হৃষীকেশ বলেন, ‘কথাবার্তা হয়েছে তাদের সঙ্গে। ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রানু মণ্ডল’ নামে সিনেমার গবেষণা ও স্ক্রিপ্ট চলছে। রানুদি, অতীন্দ্র বা তপনের চরিত্রে যারা করতে পারেন তাদের সঙ্গেও কথা বলা শুরু হয়েছে। তবে ফাইনাল নয়। সিনেমায় সোশ্যাল মিডিয়ারও একটা ভূমিকা থাকবে। মিউজিক করবেন সিধুদা। রানু মণ্ডলের নিজের একাধিক গান থাকবে। এখন কাস্টিং চলছে। সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে ইনিশিয়াল কথা হয়েছে। রানুদির সঙ্গে কথা হবে তারা মুম্বাই থেকে ফেরার পর। রানাঘাটে যাব আমরা।’ এবার অপেক্ষা যে, সুদীপ্তা স্ক্রিপ্ট দেখার পর কতটা আগ্রহী হন ‘রানু মণ্ডল’ চরিত্রে অভিনয়ের জন্য।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply