সিলেটের গোপালগঞ্জ থানার ক্লাববাজার এলাকায় এক বস্তিতে গতকাল ভয়াবহ এক অগ্নিকান্ডে এক শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন।
বস্তিতে অগ্নিকান্ডে নিহতের বিষয়ে সত্যতা স্বীকার করে গোপালগঞ্জ থানার ইন্সপেক্টর মীর মো. আ. নাসের বলেন,শনিবার দিবাগত রাত দুইটার দিকে একটি গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনার পর ঘটনাস্থল থেকে এক শিশুসহ ৫ জনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানার ডিউটি অফিসার সংবাদমাধ্যম কে জানান,থানায় আনা লাশগুলোর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ বছরের এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশগুলো হলো- মুস্কন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) ও তাদের দুই বছরের ছেলে তাহমিন এবং ১৬ বছরের কিশোর সেবুলের।
এছাড়া, গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply