নওগাঁয় অবসরগ্রহণ প্রস্তুতি ছুটিতে থাকাকালীন সেনাবাহিনীর এক মেজর কর্ত্তৃক ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ তদন্ত মোঃ আনোয়ার হোসেন এবং সাব ইন্সপেক্টর হানিফ উদ্দিন মন্ডল নামের ঐ দুই পুলিশ কর্মকর্তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। পরবর্তীতে ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে এ এ্যন্ড আর এভিয়েশনের একটি এয়ার এ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সদর থানর অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হাই জানান সেনাবাহিনী থেকে বাধ্যতা মুলকভাবে অবসরপ্রাপ্ত মেজর মাহতাব-ই-রাজু টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। প্রায় এক বছর পূর্বে তাকে বাধ্যতামুলকভাবে অবসর প্রদান করা হয়। পারিবারিকভাবে দাবী করা হয়েছে বর্তমানে তিনি মানষিকভাবে অসুস্থ্য। গত তিনদিন আগে নওগাঁ শহরের উকিলপাড়াস্থ বাসায় এসে নানাভাবে পরিবারের সদস্যদের উত্যক্ত করছিল। মা ও বোনকে মারধর করছিল।
মাকে মেরে ফেলার হুমকী প্রদান করছিল। ঘরের দরজা বন্ধ করে মা ও বোনকে মারধর করার অভিযোগও করেন তারা। নিজের বাড়িসহ আশে পাশের বাড়িঘরেও ভাঙচুর করে ক্ষতিসাধন করছিল। এসব থেকে নিবৃত্ত করতে পুলিশের সহযোগিতা চেয়ে উক্ত রাজুর বোন নাজনীন নাহার গত ২৩ অক্টোবর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাত ১১টার দিকে নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ তদন্তু আনোয়ার হোসেন, এ এস আই হানিফ উদ্দিন মন্ডলস সঙ্গীয় ফোর্সসহ তাদের বাড়িতে যান। এ সময় মেজর মাহতাব-ই-রাজু তাদের উপর চড়াও হয়।
এক পর্যায় তাকে বুঝিয়ে তারা সেখান থেকে চলে আসেন। পরে রাজু আত্মহত্যা করবে বলে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। এ সময় তার মা ও বোন আবার ওসি তদন্ত আনোয়ার হোসেনকে ছেলে ও ভাইকে বাঁচানোর আকুল আবদেন জানিয়ে পুনরায় আসার অনুরোধ জানালে তারা আবার সেখানে ফিরে আসেন।
অনেক ডেকেও যখন দরজা খোলেনা তখন বাধ্য হয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন তারা। এ সময় দরজ্রা আড়াল থেকে বেরিয়ে ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইন্সপেক্টর আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
একই সাথে সাব ইন্সপেক্টর হানিফ উদ্দিনও ছুরিকাঘাতে আহত হন। মারাত্মকভাবে আহত অবস্থায় আনোয়ার হোসেন ও হানফি উদ্দিনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়।
মেজর মহাতাব-ই-রাজুকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আহত পুলিশ ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেনকে গতকাল বুধবার বিকাল ৮টায় এ এন্ড আর এভিয়েশনের একটি এয়ার এ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আটক অবসরপ্রাপ্ত মেজর মাহাতাব-ই-রাজুকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। উক্ত মেজর রাজু নওগাঁ শহরের উকিলপাড়া’র মৃত আবুল বজলের পুত্র।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply