অনলাইন ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর পলাশবাড়ী গ্রামে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের শার্টার খুলতে গিয়ে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জাফরপুর গ্রামের নিখিল কুমারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাফরপুর পলাশবাড়ী গ্রামের বাড়িওয়ালা নিখিল চন্দ্রের ছেলে প্রিতম চন্দ্র (১৯), মৃত গোবিন্দ চন্দ্রের ছেলে গণেশ (৪৫), রেজাউল করিমের ছেলে সজল (২০), সাথী হোসেনের ছেলে শিহাব (১৮), গণিপুর গ্রামের ছামছুল আকন্দের ছেলে শাহিন (৩০) এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা খলিশ্বর গ্রামের টিটু মন্ডলের ছেলে মুকুল (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাফরপুর পলাশবাড়ী গ্রামের নিখিল চন্দ্রের বাড়িতে মিস্ত্রিরা গত কয়েকদিন আগে টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ করে মুখ বন্ধ করে চলে যান। বুধবার সকালে ওই নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের শার্টার খুলতে শ্রমিকরা ট্যাংকের ভেতরে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই ৩ জন ও হাসপাতালে নেয়া হলে আরও ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply