হাদীস: হযরত ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেন, তোমাদের মধ্যে যদি কেউ নিজের স্ত্রীর সাথে সঙ্গমের জন্য আসে এবং সঙ্গমের পূর্বে বলবে- বিসমিল্লাহি আল্লাহুমা জ্বান্নিবনাশ-শায়ত্বা-না ওয়া জ্বান্নিবিশ শায়ত্বা-না মা রাযাক্বাতানা।
অর্থাৎ: হে আল্লাহ! আমাদেরকে শয়তান হতে রক্ষা কর এবং তুমি আমাদেরকে যা দান করবে তাকেও শয়তান হতে রক্ষা কর। রাসূলেপাক (সাঃ) বলেন, যদি তাদের এ মিলনের মাধ্যমে কোন সন্তান দেয়া হয়, তা হলে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না।
পায়খানায় দোয়া:
হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তিনি বলতেন – হে আল্লাহ! আমি আপনার কাছে পুরুষ ও স্ত্রী জাতীয় জ্বীনের ক্ষতি হতে আশ্রয় চাচ্ছি।
পায়খানা থেকে বের হয়ে অযু করবে:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলেপাক (সাঃ) পায়খানায় প্রবেশ করলেন। আমি তার জন্য পায়খানার কাছে এক ঘটি অযুর পানি রেখে দিলাম।
পায়খানা থেকে বের হয়ে রাসূলেপাক (সাঃ) পানি দেখে জিজ্ঞেস করলেন, এ পানি কে রেখেছে? রাসূলেপাক (সাঃ) কে বলা হলো উক্ত পানি আবদুল্লাহ ইবনে আব্বাস রেখেছে। তখন তিনি সন্তুষ্ট হয়ে বললেন, ‘হে আল্লাহ! তাকে দ্বীনের জ্ঞান দান করুন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply