বাংলাদেশের সমাজ কাঠামোয় তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) মানুষের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখনো কাটেনি। তবে অবহেলিত এ সম্প্রদায়ের মানুষের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের রাষ্ট্রীয় বাসভবনে কেয়ারটেকার হিসেবে নিয়োগ পেয়েছেন হিজড়া সম্প্রদায়ের একজন সদস্য। তার আচরণে অন্যান্য কর্মীরাও তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।
চার মাস ধরে চাকরি খুঁজছিলেন রিয়াদি শামস। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় এটি তার জন্য কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সংগ্রামের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে একজন পরিচ্ছন্নতাকর্মীর চাকরি পান।
চাকরি পেয়ে উচ্ছ্বসিত রিয়াদি শামস জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে বলেন, ‘আমি এখানে এসে কাজ করতাম। প্রথমে মনে করেছিলাম, হয়তো সমাজের সবার মতো এখানেও সেই আচরণটিই আমি পাব। প্রকৃতপক্ষে আমি এ আচরণটি পাইনি এখান থেকে।’ রিয়াদি জানান, চার বছর আগে নিজ পরিবারের সদস্যরা তাকে পরিত্যাগ করে। তবে সাফল্য অর্জনের জন্য কাজ চালিয়ে যান তিনি। হিসাববিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। কিন্তু কাজ শুরুর পর উপহাসের শিকার হয়ে কাজটি হারাতে হয় তাকে। কাজে গেলে আশপাশের লোকরা হাসাহাসি ও কটূক্তি করত। এটি ছিল একটি বিষাক্ত পরিবেশ।
এখন অবশ্য তার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের রাষ্ট্রীয় বাসভবনে তিনি একজন সুপরিচিত মুখ। এখানকার অন্য কর্মীরাও তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে।
রেফাত নামের একজন নারী পুলিশ সদস্য জানালেন, রিয়াদি ভালোভাবেই কাজ করছেন। তার চলাফেরা, ব্যবহারও অনেক ভালো। সবার সঙ্গে মিলেমিশে থাকেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কর্মরত অন্যদেরও পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করেন রিয়াদি শামস। একজন জানালেন, উনি আমাকে সহায়তা করেন। এমনকি মন্ত্রী মহোদয় এবং উনার স্ত্রী-ও তার কাছে পড়তে বলেছেন। উনি খুব ভালো পড়াতে পারেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ জনগোষ্ঠীর মানুষের ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত। এরা পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হয় না, ভোটাধিকার পায় না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে না। এরা একটা সম্পত্তির মালিক হতে পারে না। তাহলে কী হলো! কী দাঁড়ালো! আমরা সেজন্যই মনে করি, এদের এভাবে চলতে দেওয়া যেতে পারে না। প্রধানমন্ত্রী এটা বুঝেছেন। আমার মনে হয় অচিরেই এদের দুঃখ-বেদনার অবসান হবে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply