দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোকুল রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ী মহল।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও ব্যবসায়ী সমিতির আয়োজনে শহরের স্বর্ণকার পট্টি হতে ব্যবসায়ী ও সাধারণ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন- ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুল রহমানসহ আরো অনেকে।
বক্তারা এই হত্যায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
গত ১২ এপ্রিল ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া গ্রামের বাসিন্দা ও স্বর্ণকার প্রিয়া জুয়েলার্সের মালিকের ছোট ভাই গোকুল চন্দ্র রায় শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply