হাদীস: উম্মুল মু’মিনীন হযরত উম্মে সালামা (রা) বলেন, একবার আমি রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে পশমী চাদরের উপর শুয়েছিলাম হঠাৎ আমার হায়েজ দেখা দিলে আমি গোপনে বিছানা ছেড়ে উঠে গেলাম এবং আমি আমার হায়েজের কাপড় পরে নিলাম।
রাসূলেপাক (সাঃ) আমার পরনে হায়েজের কাপড় দেখে বললেন কি হে? তোমার হায়েজ এসে গেছে নাকি? উত্তরে আমি জবাব দিলাম হ্যাঁ। অতঃপর নবী করীম (সাঃ) আমাকে পুনরায় বিছানায় ডাকলেন। অতঃপর আমি তার সাথে পশমী চাদরে হায়েজ অবস্থায় শয়ন করলাম।
বিশেষ অঙ্গের মালিক:
হাদীস: উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রা) বলেন, রাসূলেপাক (সাঃ) এর স্ত্রীগণের মধ্যে যদি কারো হায়েজ হতো, আর যদি তিনি তাদের কারো শরীরের সাথে শরীর লাগায়ে শয়ন করতেন তখন তিনি তার হায়েজের সময় তাকে ইজার বাধার জন্য বলতেন।
তারপর তার সাথে শরীর মিলায়ে শয়ন করতেন। হযরত আয়েশা (রা) আরো বলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে, তাঁর বিশেষ অঙ্গের মালিক হতে পারে। যেমন নাকি রাসূলেপাক (সাঃ) নিজের বিশেষ অঙ্গের মালিক হয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply