২০১৮, বছরটা ভালো যায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। তবে বছর শেষের দিকে একটা সুখবর পেয়েছিলেন তিনি। খেলতে পারবেন বিপিএল এ।
অস্ট্রেলীয় তারকার বিপিএল খেলা নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস অবশ্য আশার খবর পেয়েছে। স্মিথ যোগ হলে স্বাভাবিকভাবেই ভীষণ শক্তিশালী হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, সাবেক এ অস্ট্রেলীয় অধিনায়কের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারলে উপকৃত হবেন কুমিল্লার তরুণ ক্রিকেটাররাও।
ওপেনার এনামুল হক তো অনেক প্রশ্ন সাজিয়ে রেখেছেন। স্মিথ এলেই প্রশ্নগুলো তিনি করবেন, ‘বিশ্ব ক্রিকেটে সে অনেক বড় তারকা। আমরা যারা তরুণ ক্রিকেটার আছি সবাই ওকে প্রশ্ন করব। চেষ্টা করব তাঁর থেকে ভালো কিছু জানার। ক্রিকেটে শেখার শেষ নেই। আমার কাছে মনে হয় এত বড় তারকার কাছে ছোট ছোট অনেক কিছুই শেখার আছে। আমি নিজেও কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, সে এলে করব। প্রশ্নের উত্তরগুলো পেয়ে যদি কিছু শিখতে পারি, পরে আমার যদি উপকার হয় তাহলে সেটি নেওয়ার চেষ্টা করব। দলে আরও বড় বড় ক্রিকেটার আছে। আফ্রিদি আছে, শোয়েব মালিক আছে, তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আছেন। আমার কাছে মনে হয় বিপিএল অনেক বড় একটি মঞ্চ, বড় তারকাদের জায়গা। আমি চেষ্টা করব সবার কাছে একটু একটু করে নিয়ে ভবিষ্যতে কাজে লাগানোর।’
এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন এনামুল। গত বছর অবশ্য দুবার ফিরেছিলেন জাতীয় দলে। কোনো সুযোগই তিনি কাজে লাগাতে পারেননি। ধীরে ধীরে এগিয়ে আসছে বিশ্বকাপ। জাতীয় দলে ফিরতে না পারলে বিশ্বকাপ যে দূরের বাতিঘর হয়ে যাবে, সেটি জানেন বলেই এনামুল মনে করেন, যে লিগ বা টুর্নামেন্টই খেলুন, সবই তাঁর বিশ্বকাপের প্রস্তুতি, ‘যখন উইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরলাম (গত আগস্টে), যখন ম্যাচগুলোয় ভালো করতে পারলাম না, তখন থেকে প্রতিটি ম্যাচই আসলে আমার কাছে বিশ্বকাপের প্রস্তুতি। সেটা জাতীয় লিগে বলেন, বিসিএল বলেন, বিপিএলের প্রতিটি ম্যাচ এবং বিপিএলের পরে যদি কোনো ওয়ানডে ম্যাচ খেলি অথবা যেকোনো ম্যাচই আমার জন্য ২০১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি। সব সময় তৈরি থাকার চেষ্টা করব। প্রতিটি ম্যাচই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই ২০১৯ বিশ্বকাপ খেলতে চাই। এটি সব সময় স্বপ্ন দেখি। ২০১৫ বিশ্বকাপের মাঝ পথে যখন চোটে পড়ে মাঠের বাইরে চলে গেলাম, তখন থেকেই আমি স্বপ্ন দেখি ২০১৯ বিশ্বকাপ খেলব। আমার প্রতিটি চেষ্টাতে, প্রতিটি নেট কিংবা জিম সেশনে চিন্তা করি যে ২০১৯ বিশ্বকাপ খেলব। যতটা প্রস্তুত হওয়া দরকার এবং যতটুকু ভালো করা দরকার চেষ্টা করব।’
আর কিছু মাস পরেই ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। তরুণ ক্রিকেটাররা তাই স্বভাবতই চাইবেন, বিপিএল এর লাইমলাইটে নিজেকে মেলে ধরতে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply