হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, বিদায় হজ্জের সময় হযরত রাসূলেপাক (সাঃ) “মিনা” নামক স্থানে নিজের উটের উপর দাঁড়ানো ছিলেন। যাতে করে মানুষ দূর থেকে তাকে দেখতে পারেন এবং প্রশ্ন করতে পারেন।
এমন সময় এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল (সাঃ) আমি তো জানি না, কুরবানির পশু জবেহ করার পূর্বে আমি মাথা মুন্ডায়ে ফেলেছি। উত্তরে হুজুর (সাঃ) বললেন, এখন জবেহ কর কোন অসুবিধা নেই।
অতঃপর অপর এক ব্যক্তি এসে প্রশ্ন করল। হুজুর (সাঃ) আমি তো জানি না, মিনার কংকর নিক্ষেপ করার পূর্বেই কুরবানির জানোয়ার নহর করে ফেলেছি। উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন, এখন কংকর নিক্ষেপ কর। কোন দোষ নেই।
বর্ণনাকারী আমর ইবনুল আস (রা) বলেন, ঐ সময় রাসূলেপাক (সাঃ) কে যত প্রশ্ন করা হয়েছিল, তাতে কোন কাজ আগে অথবা পরে করেছে। রাসূলেপাক (সাঃ) প্রত্যেকটি প্রশ্নের উত্তরে বলেছেন উহা কর কোন দোষ নেই।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply