নতুন দুই মডেলের মোটরসাইকেল উন্মোচন করল হারলে-ডেভিডসন। এগুলো হলো-ফোর্টি এইট স্পেশাল এবং স্ট্রিট গ্লাইড স্পেশাল। বাইক দুটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।
দেশটির বাজারে বাইক দুটির দাম যথাক্রমে ১০.৫৮ লাখ রুপি এবং ৩০.৫৩ লাখ রুপি। দুটি মোটরসাইকেলেই যোগ হয়েছে নতুন স্তাইলিং, গ্রাফিক্স আর আগের থেকে শক্তিশালী ইঞ্জিন।
ফোর্টি এইট স্পেশাল বাইকে আছে ১২০০ সিসির এভোলিউশন ভি-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। রাইডিং স্টাইল অনুযায়ী এই মোটরসাইকেলের পিছনের শক অ্যাবজর্বার অ্যাডজাস্ট করা যাবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে বাইকটি।
অন্যদিকে স্ট্রিট গ্লাইড স্পেশাল এডিশনে আছে ১৮৬৮ সিসির ভি-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৬৫ বিএইচপি শক্তি পাওয়া যাবে। এতে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply