হাদীস: হযরত যায়েদ ইবনে খালেদুল জুহানী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) কে হারানো বস্তু সম্পর্কে প্রশ্ন করলেন, তা পাওয়ার পর কি করা হবে। উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন, উক্ত বস্তুর মুখ বন্ধ অথবা লেবেল বা কভার ভাল ভাবে চিনে লও।
তারপর এক বছর পর্যন্ত লোকদের জানাতে থাক। যদি এর মধ্যে কেউ না আসে, তা হলে উক্ত বস্তু দ্বারা তুমি উপকার গ্রহণ কর। যদি এরপর কেউ আসে, তবে তুমি অনুরূপ বস্তু তাকে দিয়ে দাও। পুনরায় প্রশ্নকারী বললেন, হারানো উট পেলে কি করতে হবে। তা শুনে রাসূলেপাক (সাঃ) খুব রাগান্বিত হলেন।
এমন কি তাঁর চেহারা মোবারক লাল বর্ণের হয়ে গেল এবং রাগ হয় তিনি বললেন, উটের প্রতি তোমার খেয়াল কেন? উক্ত উটের সাথে তার খাদ্য ও পানি আছে। সে পানির ঘাট চিনে এবং সে বৃক্ষ খেতে পারবে, তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও।
তার মালিক অবশ্যই তাকে খোঁজ করে নিবে। অতঃপর সে ব্যক্তি প্রশ্ন করলেন হারানো বকরীর কি হুকুম? উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন, তা তোমার জন্যে অথবা তোমার ভাইয়ের জন্যে অথবা চিতা বাঘের জন্যে অর্থাৎ হারানো বকরী পাওয়া গেলে তা ব্যবহার করা যাবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply