হাদীস: হযরত উম্মে আতিয়া (রা) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা থেকে আমাদেরকে নিষেধ করা হতো। কিন্তু স্বামীর ক্ষেত্রে চারমা্ত্র দশদিন শোক পালনের অনুমতি ছিল। আমরা তখন সুরমা লাগাতাম না, সুগন্ধি ছাড়া অন্য কোন রঙ্গিন কাপড় ব্যবহার করতাম না।
তবে হায়েয থেকে পবিত্রতার গোসলে আজফারের খোশবু মিশ্রিত বস্ত্রখন্ড ব্যবহারের নির্দেশ ছিল। আর আমাদের জানাযার পিছনে যাওয়া নিষেধ ছিল। এই বর্ণনা হিশাম ইবনে হাসসান (রা) হাফসা (রা) থেকে তিনি উম্মে আতিয়া (রা) থেকে এবং তিনি নবী করীম (সাঃ) থেকে বিবৃত করেছেন।
হায়েয অবস্থায় গোসলের নিয়ম:
হাদীস: হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, একবার এক আনসারী মহিলা রাসূলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে হায়েযের গোসল করব? নবী করীম (সাঃ) বললেন, একটুকরা কস্তুরীযুক্ত নেকড়া নেবে এবং তিনবার ধুয়ে ফেলবে।
রাসূলুল্লাহ (সাঃ) তারপর লজ্জাবশত জন্য দিকে মুখ ফিরিয়ে বললেন, তা দিয়ে পবিত্র হও। হযরত আয়েশা (রা) বলেন, আমি তাকে নিজের কাছে নিলাম তারপর তাকে রাসূলে করীম (সাঃ) এর কথার অর্থ বুঝিয়ে দিলাম।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply