বরিশালের হিজলায় রাতের আধারে ৪ টি গরুর রহস্যজনত মৃত্যু। উপজেলার চর নরসিংহপুর গ্রামের দুলাল হাওলাদারের এক মাত্র অবলম্বন ছিল গাভি ৪ টি। এর মধ্যে ৩ টি গাভি গর্ভবর্তী। প্রতিদিন ৪ টি গাভি থেকে ২০/২৫ লিটার দুধ দিতে এগুলো বিক্রি করেই সংসার চলত।
৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে গোয়াল ঘরে গরুর ডাকচিৎকার শুনে ঘর থেকে দুলালের স্ত্রী ও ছেলে সামিম গোয়াল ঘরে গিয়ে দেখে গরু গুলো লুটিয়ে পড়েছে। কিছুক্ষনের মধ্যেই গরু ৪ টি মারা যায়।এবং আশঙ্কাজনক অবস্থায় ২ টি বাছুর রয়েছে। গরু ৪ টি আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষ টাকা। গরুর মালিক দুলালের স্ত্রী জাহানারা জানায় পাশের বাড়ির শরিফের কাছ থেকে ৮ কাঠা জমি সারে ৪ লক্ষ টাকা দিয়ে বায়না সুত্রে ক্রয় করে, ঐ জমি ক্রয়ের বাধা হয়ে দাঁড়ায় শরিফের ভাই সবুজ। তারাই এ ঘটনা ঘটাতে পারে। পাশের বাড়ির আবুল হোসেন বলে, বিষাক্ত সুই দিয়েই গরু গুলো মারা হয়েছে। না হলে একই সাথে ৪ টি গরুর মৃত্যু হতে পারেনা। এমনকি গরুর কোন রোগ ছিল না।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শুসান্ত কুমার ঘোষ বলেন ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, গরু ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হিজলা থানা অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার জানায়, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা প্রকৃয়াধীন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply