আগামী ১ জুন থেকে সারাদেশে বৃষ্টি শুরু হতে পারে। চলবে কয়েক দিন। এতে তাপমাত্রা কমবে বলে আশা করা যাচ্ছে। একই সময় মৌসুমি বায়ুর বিস্তার লাভের সম্ভাবনাও রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে এলেই বর্ষার ঘনঘটা দেখা দেবে বাংলাদেশের আবহাওয়ায়। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘৩১ মের পর থেকে অর্থাৎ জুন মাসের ১ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি তিন থেকে চারদিন হতে পারে। তখন তাপমাত্রা কমে যাবে। এমনিতেই জুন থেকে সেপ্টেম্বর মাসকে বর্ষাকাল ধরা হয়। তবে এখনও মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে পৌঁছায়নি। আমরা আশা করছি, জুনের প্রথমার্ধে মৌসুমি বায়ুও বাংলাদেশে প্রবেশ করবে।’
এছাড়া আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়েছে, জুনের শুরুতেই আসবে মৌসমি বায়ু। পূর্বাভাসে বলা হয়, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এক থেকে দুইটি নিম্নচাপের আশঙ্কাও রয়েছে। আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা আকু ওয়েদার জানায়, আগামী ১ জুন থেকে বৃষ্টি শুরু হবে। পাশাপাশি কমে যাবে তাপমাত্রা। এখনকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে নেমে তখন হবে ৩৩ ডিগ্রি। এরপর পুরো সপ্তাহজুড়েই তাপমাত্রা কমে ৩১ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহে ৩৪ দশমিক ২, চট্টগ্রামে ৩৪ দশমিক ৬, সিলেটে ৩৪ দশমিক ৫, রাজশাহীতে ৩৬ দশমিক ৩, রংপুরে ৩২ এবং বরিশালে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কিন্তু, এই বৃষ্টির ফলে তাপমাত্রা তেমন একটা কমবে না। কারণ হিসেবে বলা হয়, আজ ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুইদিনও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply