রুবেল সরদার ,বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জের মীরগঞ্জ খেঁয়া ঘাটের ইজারা নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলামের টালবাহানার অভিযোগ আনলেন বাবুগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পারভেজ ট্রেডার্স’র পরিচালক মোঃ মাঈনুল হোসেন পারভেজ। এ বিষয়ে মাইনূল হোসেন পারভেজ বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, বাংলা নতুন বছরের শুরুতে মীরগঞ্জ খেঁয়া ঘাটের ইজারা হওয়ার কথা।
দরদাতা সমস্যার দোহাই দিয়ে গত এক মাস যাবৎ খেয়া ঘাটটি চলছে অস্থায়ী ইজারায়। প্রথম দুই বার টেন্ডার আহবানে কোন দরদাতার উপস্থিতি মেলেনি। তৃতীয় বারে টেন্ডার আহবান করলে একমাত্র দরদাতা হিসেবে মেসার্স পারভেজ ট্রেডার্সের পক্ষে দরপত্র খরিদ করেন মাঈনুল হোসেন পারভেজ। এভাবে ষষ্ঠবারের মত একই দরদাতা দরপত্র খরিদ করেন আর প্রতিবারই পুনঃদরপত্র আহবান করেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম। পারভেজ বলেন, অন্তরালে কম টাকায় ইজারা পাইয়ে দেয়ার পরিকল্পনায় চেয়ারম্যান মহিদুল ইসলাম তার সহকারির মাধ্যমে উৎকোচের দাবী করেছিলেন পারভেজের কাছে।
দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে এমন টালবাহানা শুরু হয় এবং একই প্রক্রিয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান অন্য এক পক্ষের সাথে আতাত করে ১ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার ইজারা ৭৪ লাখ ৫০ হাজার টাকায় টেন্ডার পাইয়ে দেয়ার পরিকল্পনা করছেন। এতে হিসাব মতে ,সরকারের কোষাগারে পারভেজ বলেন, উৎকোচের বিনিময়ে নয়, ইজারার টাকা সরকারি কোষাগারে জমা হোক। সে মর্মে তিনি সরকারি নির্ধারিত টাকায়ই ইজারা পেতে ইচ্ছুক। এ ব্যপারে পারভেজ গতকাল ১৪মে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনও করেন। পারভেজ আইনি প্রক্রিয়ায় যাবেন বলেও সাংবাদিকদের জানান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply