বাংলাদেশের ইলিশ দিন দিন ‘অমাবস্যার চাঁদ’ হয়ে যাচ্ছিলো। দাম বেড়ে যাচ্ছিলো হু হু করে। এবার পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরে ধীরে। মাছের বাজারে দেখা মিলছে ইলিশেরও।
এরই উদাহরণ পিরোজপুর। পিরোজপুরের মাছের বাজারে ঢু মারলেই মনে হবে যেন ‘ইলিশ উৎসব’ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরেই দক্ষিণ অঞ্চলের নদী ও সাগর জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। যার প্রভাব জেলার কয়েকটি বাজারে। দামও বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক কম। ৯শ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ব্রিক্রি হচ্ছে মাত্র ৮-৯শ’ টাকায়।
গত কয়েকদিন ধরেই পিরোজপুর সদরের
মাছের বাজারে ইলিশের আধিপত্য দেখা গেছে। দাম অন্য সময়ের থেকে অনেক কম হওয়ায় ক্রেতা ভিড় করছেন ইলিশের দোকানগুলোতে। এতে খুশি বিক্রেতারাও।
মাছ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, এক হাজার টাকার বেশি দামে বিক্রি হওয়া ইলিশের দাম নেমে এসেছে ৬০০-৮০০ টাকার মধ্যে। এ বাজারে কিছুদিন আগেও ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করেছি ৯০০ টাকায় সেটি এখন বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যে। আরেক ক্রেতা শিফালী আক্তার বলেন, সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে ইলিশ।
ইলিশ বিক্রেতা সুমন হাওলাদার জানান, সাগর ও স্থানীয় কঁচা নদীসহ বিভিন্ন নদীতে এখন ইলিশ ধরা পড়ছে অনেক। তাই দামও কম হওয়ায় এখন বিক্রি বাড়ছে। তিনি আরও জানান, দাম কমার কারণে সব ধরণের মানুষ ভিড় করছেন দোকানে।
এদিকে পিরোজপুর সদর উপজেলার সিনিয়ার মৎস অফিসার দেবাশীষ বাছার জানিয়েছেন, আগামী মাসের ৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নদী বা সাগরে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। তাই জেলেরা এখন বেশি বেশি মাছ শিকার করছে। যার কারণে পিরোজপুর বাজার গুলোতে ইলিশ বেশি এবং দামও কম।
প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকার কারণে মাছের যোগান বেশ কিছুটা বেড়েছে। এমনটি অব্যাহত থাকলে ইলিশ তাঁর আগের গৌরব ফিরে পাবে আমাদের বাংলায়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply