![১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস ভিন্ন আঙ্গিকে পালন করেছে দেশের সর্ববৃহত সামাজিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল। “তোমরা আছো তাই স্বস্তিতে থাকি আমরা…ভালোবেসে ভালো কথাটা তোমাদের বেলায় কখনোই বলি না আমরা…তাই এবারের ভালোবাসা দিবসের সকল ভালোবাসা তাদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপদ রেখেছেন…” এই স্লোগানকে সামনে রেখে রাত দিন ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যদের সাথে কেক কেটে, ফুল দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করে কাউন্সিলের ভলান্টিয়ারবৃন্দ। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার বজলুর আরো পড়ুনঃ রাসুল [ﷺ] এর হাদীস আর বিজ্ঞানীদের প্রমাণ! রশিদ জানান, “তরুণদের এমন উদ্যোগ আমাদের মুগ্ধ করেছে। ভালোবাসা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না তা এই তরুণরা প্রমাণ করে দিয়েছে। এমন দিনে এমন ভাবে ভালোবাসা দিবস উদযাপন করবো তা কখনো ভাবি নি। ভেবছিলাম শুধু আগুন লাগলেই মানুষ আমাদের কথা মনে করে, তারপর ভুলে যায়। তবে আজ বুঝতে পারলাম আমাদের প্রতিও ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের কেউ আছে সমাজে।” সংঠনের সভাপতি এস এম আশেক উল্লাহ সোপান জানান মূলত ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবারের ভালোবাসা দিবস উৎস্বর্গ করেছি। এ আয়োজনের সার্বিক দায়িত্বে থাকা সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাঁধন বলেন, “বিপদের সময় ফায়ার সার্ভিস সবার আগে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন, এবং দিনে রাতে যেকোনো সময় ছুটে যান আমাদের বাঁচাতে। এমন হিরোদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে ভালো লাগছে। এসময় উপস্থিত ছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশন এর সদস্যবৃন্দ এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম মিজু, যোগাযোগ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এর সভাপতি এজাজুল হক রাব্বি, সরকারী হোমিওপ্যাথীক মেডিকেল কলেজ ইউনিট এর সহ-সভাপতি মুনিম শোভন এবং অন্যান্য ভলান্টিয়ারবৃন্দ। অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_lossy,ret_img,w_570,h_350/https://www.onlinebanglanewsbd.com/wp-content/uploads/2019/02/ভিন্ন-আঙ্গিকে-ফায়ার-সার্ভিসের-সাথে-ভালোবাসা-দিবস-উদযাপন.jpg)
১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস ভিন্ন আঙ্গিকে পালন করেছে দেশের সর্ববৃহত সামাজিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল। “তোমরা আছো তাই স্বস্তিতে থাকি আমরা…ভালোবেসে ভালো
কথাটা তোমাদের বেলায় কখনোই বলি না আমরা…তাই এবারের ভালোবাসা দিবসের সকল ভালোবাসা তাদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপদ রেখেছেন…” এই স্লোগানকে সামনে রেখে রাত দিন ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যদের সাথে কেক কেটে, ফুল দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করে কাউন্সিলের ভলান্টিয়ারবৃন্দ। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার বজলুর
আরো পড়ুনঃ রাসুল [ﷺ] এর হাদীস আর বিজ্ঞানীদের প্রমাণ!
রশিদ জানান, “তরুণদের এমন উদ্যোগ আমাদের মুগ্ধ করেছে। ভালোবাসা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না তা এই তরুণরা প্রমাণ করে দিয়েছে। এমন দিনে এমন ভাবে ভালোবাসা দিবস উদযাপন করবো তা কখনো ভাবি নি। ভেবছিলাম শুধু আগুন লাগলেই মানুষ আমাদের কথা মনে করে, তারপর ভুলে যায়। তবে আজ বুঝতে পারলাম আমাদের প্রতিও ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের কেউ আছে সমাজে।” সংঠনের সভাপতি এস এম আশেক উল্লাহ সোপান জানান মূলত ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবারের ভালোবাসা দিবস উৎস্বর্গ করেছি। এ
আয়োজনের সার্বিক দায়িত্বে থাকা সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাঁধন বলেন, “বিপদের সময় ফায়ার সার্ভিস সবার আগে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন, এবং দিনে রাতে যেকোনো সময় ছুটে যান আমাদের বাঁচাতে। এমন হিরোদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে ভালো লাগছে। এসময় উপস্থিত ছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশন এর সদস্যবৃন্দ এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক
মাহাবুব আলম মিজু, যোগাযোগ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এর সভাপতি এজাজুল হক রাব্বি, সরকারী হোমিওপ্যাথীক মেডিকেল কলেজ ইউনিট এর সহ-সভাপতি মুনিম শোভন এবং অন্যান্য ভলান্টিয়ারবৃন্দ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply