আজ আমাদের আকাশ ছোঁয়া আনন্দের দিন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাজ্যে বসবাসরত রাহনুমা তাবাসসুম এবং আবু রানার একমাত্র মেয়ে আমাল যুক্তরাজ্যের বহুল জনপ্রিয় এবং ছোট বাচ্চাদের স্বপ্নের বেকিং অনুষ্টান জুনিয়র বেইক অফ ২০১৯ (JUNIOR BAKE OFF 2019) এ অংশগ্রহণ করেছে। চ্যানেল ফোর এই অনুষ্ঠানটি প্রচার করেছে ৪ নভেম্বর থেকে প্রতিদিন বিকেল ৫ ঘটিকায়।তিন সপ্তাহ ধরে অনুষ্ঠানটি প্রচারিত হয়। আমাল হচ্ছে প্রথম বৃটিশ বাংলাদেশী যে চ্যানেল ফোর আয়োজিত জুনিয়র বেইক অফ ২০১৯ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পান এবং ফাইনালে যান। এই বিশাল অর্জন বিশ্বের দরবারে বাংলাদেশকে নিয়ে আসবে বেকিংয়ের জগতে।
যুক্তরাজ্যের বিভিন্ন অংশ থেকে চার হাজার বেকার যাদের বয়স নয় থেকে পনেরো বছর তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন করে,তাদের মধ্য থেকে দুই হাজার বেকারকে বাছাই করা হয় যাদের নিয়ে অনুষ্টিত হয় কঠিন সব প্রতিযোগিতা। সব শেষে চুলচেরা বিশ্লেষনের মাধ্যমে বাছাই করা হয় এ দেশের সেরা বিশজন প্রতিযোগীকে যাদের আপনারা চ্যানেল ফোর এর পর্দায় দেখতে পাবেন।
আমাল হচ্ছে তাদের মধ্যে গর্বিত প্রথম বৃটিশ বাংলাদেশী। লাভ প্রডাকশান এবার চ্যানেল ফোর এর জন্য ভিন্ন আঙ্গিকে অনেক বড়ো পরিসরে এই অনুষ্টানের আয়োজন করেছে, হাজার হাজার দর্শক অনেক আনন্দ নিয়ে বহু প্রতিক্ষীত জুনিয়র বেইক অফ উপভোগ করেন। আমরা আশা করি পৃথিবীর আনাচে কানাচে যত বাংলাদেশী আছেন সবাই অনুষ্টানটি দেখছেন আপনাদের বন্ধুদের এই আনন্দের সংবাদ দেবেন। আমালকে উৎসাহ দেবেন দোয়া করবেন।
আমাল এর পরিবার অনলাইন বাংলা নিউজ বিডি কে জানান, এ গর্ব শুধু আমাদের নয় এ গর্ব আপনাদের সবার এ গর্ব পুরো বাঙালী জাতির এ গর্ব পুরো বাংলাদেশের। চলো বাংলাদেশ বিশ্ব উঠানে চলো বাংলাদেশ । আমালের বেকিংয়ের আনন্দযজ্ঞে আপনাদের সবার নিমন্ত্রণ ।
দুবার স্টার বেকার বিজয়ী আমাল তার সেরা অর্জন জুনিয়র বেক অফ এর চূড়ান্ত পর্বটি মাল্টিপ্কালারড নৌকা বানিয়ে নদীমাতৃক বাংলাদেশকে উৎসর্গ করেছে। যুক্তরাজ্যের একটি সেরা গ্রামার স্কুলের ছাত্রী আমাল ভবিষ্যতে প্রধান মন্ত্রী হয়ে দেশ ও জনগনের জন্য কাজ করতে চায়।
আপনারা তাকে উৎসাহ দিতে পারেনঃ
আমাল এর ফেসবুক পেজ পেতে ক্লিক করুন
আমিরুল ইসলাম/ অনলাইন বাংলা নিউজ বিডি
Leave a Reply