বাহরাইনে সরকার-বিরোধী আরো দুই রাজনৈতিক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি চার ব্যক্তিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১১ সালে আরব বসন্তের শুরু থেকে দেশটিতে শুরু হওয়া গণতান্ত্রিক আন্দোলন বানচালের অংশ হিসেবে আলে খলিফা সরকার যে দমন-পীড়ন চালাচ্ছে তার অংশ হিসেবে এসব ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হলো।
বাহরাইনের বিচার বিভাগের কর্মকর্তারা সরকার-বিরোধী যে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও পুলিশের একটি টহল গাড়ির ওপর বিস্ফোরক দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। বাকি যে চার ব্যক্তিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের বিরুদ্ধেও আলে খলিফার সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, বাহরাইনের শীর্ষ পর্যায়ে শিয়া ধর্মীয় নেতা শেখ খালিদ ফাজিল আল-জাকি’র বিরুদ্ধে আরো ১৫ দিনের জন্য আটকাদেশ দেয়া হয়েছে। গত মাসে সরকারি বাহিনী তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে নতুন করে ১৫ দিনের আটকাদেশ দেয়া হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত করা হয় নি।
২০১১ সাল থেকে বাহরাইনে সব ধরনের বৈষম্যের অবসান ও সরকার পরিচালনায় বাহরাইনের সব দল-মতের লোকজনের অংশ গ্রহণের দাবিতে প্রায় নিয়মিত বিক্ষোভ চলে আসছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply