ভোট কক্ষে ছবি তোলা যাবে। কিন্তু সেখান থেকে লাইভ সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
গতকাল বিকেলে কমিশন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সাংবাদিকদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি-ভোট কক্ষের ভেতর থেকে কোনো লাইভ সম্প্রচার করা যাবে না। ভোট কেন্দ্রে সীমিত আকারে সাংবাদিকদের যেতে পারবে, যাতে ভোটগ্রহণ কর্মকর্তাদের কোন অসুবিধা না হয়।’
তবে তিনি বলেন, ‘বারান্দায় এসে লাইভ করা যাবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের কাজে যেন ব্যাঘাত না করে, সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
কে এম নূরুল হুদা বলেন, ‘কেন্দ্র মানে ঘর। মাঠ নয়। ঘরে মধ্যে থেকে লাইভ করা যাবে না। গোপন কক্ষের ছবি তোলা যাবে না। বিষয়টি পরিষ্কার।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটকক্ষে যদি ৩০-৪০ জন যান, তারা একসঙ্গে গেলে তো কাজ করতে পারবেন না। প্রিজাইডিং অফিসার
বলবেন কতজন যেতে পারবেন। প্রিজাইডিং কর্মকর্তার ব্যবস্থাপনার ওপর রেসপেক্ট থাকতে হবে। তার কথা মানতে হবে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই। তবে ভোট কক্ষের ভেতরে মোবাইল ব্যবহার করা যাবে না।’
সংবাদ সম্মেলনে ইসি মাহবুব তালুকদার, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply