সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে বগুড়ায় অভিযান চালিয়ে আবু রায়হান আল বিরুনী পুশকিন (৩৬) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বুধবার (০৯ জানুয়ারি) ভোরে র্যাব-১২ এর একটি দল জেলার সদর উপজেলার নারুলী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আবু পুশকিনকে আটক করে। আটক যুবক ওই এলাকার মৃত
সাদেক আলী আহমেদের ছেলে। আটকের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শেয়ার ও মেসেঞ্জারের কথোপকথনের ১৭ পাতা স্ক্রিনশট জব্ধ করা হয়। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর সরকার আসিফ মাহমুদ এ খবর
নিশ্চিত করেন। তিনি বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন মিথ্যা ও গুজব ছড়ানোর জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপুর্ণ ব্যক্তির নামে ভিত্তিহীন স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply