বিপিএলের ঢাকা-সিলেটের প্রথম পর্বের ২২ খেলা ইতিমধ্যেই শেষ। দলগতভাবে দুর্দান্ত পারফরম করে সবাইকে ছাপিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বসে আছে ঢাকা ডায়নামাইটস। অপ্রত্যাশিত হলেও, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চিটাগং ভাইকিংস। এদিকে ভেন্যু বদলালেও নিজেদের দুঃসময়কে পেছনে ফেলতে পারেনি খুলনা টাইটান্স। মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে তারা।
রংপুর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করলেও এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তাদের টপঅর্ডার ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দাপট দেখিয়েছে রাইডার্সের বোলাররা। সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারি হলেও, দুই এবং তিনে স্থান করে নিয়েছেন রাইডার্সের দুই পেসার শফিউল ইসলাম ও মাশরাফী বিন মোর্ত্তজা।
পয়েন্ট টেবিলে তলানির (ষষ্ঠ স্থান) দিকে থাকলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছে সিলেট সিক্সার্সের দুই ব্যাটসম্যান নিকোলাস পুরান ও ডেভিড ওয়ার্নার। এমনকি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও এসেছে তাদের দল থেকে। অফ-ফরমে থাকা সাব্বির রহমানের রাইডার্সের বিপক্ষে খেলা ৫১ বলে ৮৫ রানের ইনিংস এই আসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ।
এখন দেখে নেয়া যাক এই আসরের এখন পর্যন্ত ব্যাটে-বলে সেরা পাঁচে রয়েছেন যারা:
বিপিএলের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক
রাইলি রুশো (রংপুর রাইডার্স) | ৩৪৯ রান |
নিকোলাস পুরান (সিলেট সিক্সার্স) | ২৪৪ রান |
ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স) | ২২৩ রান |
জুনায়েদ সিদ্দিকি (খুলনা টাইটান্স) | ২০৩ রান |
মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস) | ১৯১ রান |
বিপিএলের সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারি
তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) | ১৪ উইকেট (৭ ম্যাচ) |
শফিউল ইসলাম (রংপুর রাইডার্স) | ১৩ উইকেট (৭ ম্যাচ) |
মাশরাফী বিন মোর্ত্তজা (রংপুর রাইডার্স) | ১২ উইকেট (৭ ম্যাচ) |
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) | ১০ উইকেট (৬ ম্যাচ) |
রবি ফ্রাইলিংক (চিটাগং ভাইকিংস) | ৯ উইকেট (৪ ম্যাচ) |
ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস
সাব্বির রহমান (সিলেট সিক্সার্স) | ৮৫ (৫১) |
রাইলি রুশো (রংপুর রাইডার্স) | ৮৩ (৪৪) |
হযরতউল্লাহ যাযাই (ঢাকা ডায়নামাইটস) | ৭৮ (৪১) |
রাইলি রুশো (রংপুর রাইডার্স) | ৭৬ (৫২)* |
মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস) | ৭৫ (৪১) |
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply