নাটোরের লালবাজার মহল্লার স্কুল শিক্ষক বরুণ সরকার এবং তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে প্রতিবেশি শাজাহান। নিরাপত্তাহীনাতার কারণে সোমবার সন্ধ্যায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় থানায় জিডি করেছেন বরুণ সরকার। বরুণ সরকার একই এলাকার মৃত হরিপদ সরকারের ছেলে। বরুণ সরকার অভিযোগ করে বলেন, জন্ম থেকেই তিনি এ বাড়ীতে বাস করে আসছেন, কোনদিন কোন সমস্যা হয়নি। হঠাৎ করেই বিবাদি শাজাহান মিয়ার ছেলে
কাস্টমসে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরী পাওয়ার পর ফুলে ফেঁপে উঠেন। এরপর তার বাড়ীর সাথে একটি বিশাল বহুতল ভবন নির্মাণ করেছেন। বাড়ী নির্মাণে তিনি কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে এবং বিল্ডিং কোড না মেনেই বাড়ী নির্মাণ করেছেন। এ ক্ষেত্রে তিনি কোন জায়গা না ছেড়েই বাড়ি
নির্মাণ করেছেন। এতে তার বাড়ীর টিনের চালা ক্ষতিগ্রস্থ হয়। এব্যাপারে শাজাহানকে জানালে, তিনি বাড়ি বিক্রি করে চলে যেতে বলেন। বাড়ী বিক্রি করতে অস্কীকৃতি জানালে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর অচেনা সন্ত্রাসীবাহিনী তার বাড়ির উপর চড়াও হয়ে প্রাণ নাশের হুমকি দিতে থাকে। তিনি আরও বলেন, আজ আমি পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক হওয়া সত্বেও আমাকে নিরাপত্তাহীনতায় ভ’গতে হচ্ছে। আমি নিরাপত্তা যদি না পাই, আমাকে দেশ ত্যাগ করে চলে যেতে হবে।
অভিযুক্ত শাজাহান মিয়া নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দিন,জানান, বরুণ সরকার আজ সন্ধ্যায় স্বশরীরে থানায় এসে জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply