তাবলিগে কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বিনী সংগঠন দাওয়াতে ইসলামী। যার একটি মহান উদ্দেশ্য “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে।”
এই নেক উদ্দেশ্য নিয়ে দাওয়াতে ইসলামী বাংলাদেশের মধ্যে ৫ম বার এবং ঢাকায় ৩য় বারের মত আগামী ৬,৭ ও ৮ মার্চ ২০১৯ রোজ বুধ,বৃহস্পতি ও শুক্রবার হজ্জ্ব ক্যাম্প সংলগ্ন, সিভিল এভিয়েশন ময়দান,এয়ারপোর্ট, ঢাকাতে
৩দিনের সুন্নাতে ভরা ইজতিমা করতে যাচ্ছে।গতকাল ১লা ফেব্রুয়ারী ২০১৯ শুক্রবার জুমার নামাযের পর পরই ইজতিমা ময়দানের কার্যক্রম প্রস্তুতির ব্যাপারে দাওয়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জনাব কামাল উদ্দিনের নেতিত্বে একটি বৈঠক করা হয়। উক্ত বৈঠকটি তিলাওয়াত ও নাতে রাসুলের মাধ্যমে আরম্ভ করা হয়।এই বৈঠকে দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা জনাব জহিরুল ইসলাম জানান,দেশের যুবকদের কে গুনাহ,নেশা,সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করার উদ্দেশ্যেই দাওয়াতে ইসলামী ৩দিনের ইজতিমা করবে।যাতে করে দেশের সকল যুবকরা গুনাহ থেকে বিরত থেকে ইসলামের পথে চলতে সক্ষম হয়।
এবং দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি জনাব কামাল উদ্দিন তার বক্তব্যে জানান যে,ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম মানুষকে ভালবাসতে শিখায়।
তিনি আরো বলেন,ইসলামে জঙ্গীবাদ দের কোন অবকাশ নেই।কেননা একজন মুসলমান কখনো
জঙ্গী হতে পারে না, আর একজন জঙ্গী কখনো মুসলমান হতে পারে না।
তিনি বাংলাদেশের সকল মুসলিম উম্মাহকে দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় আয়োজিত ঢাকা,সিভিল এভিয়েশন ময়দানে ৩দিনের ইজতিমাতে অংশগ্রহণ করার জন্য উদার্থ আহবান জানিয়েছেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাহমুদুল হক,কেন্দ্রীয় নেতা নাইমুল হায়দার,সারফারাজ আত্তারি,ইমরান আত্তারি,বাহাদুর আত্তারি,সেলিম আত্তারি প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মুহাম্মাদ শাহিদ ইমাম
Leave a Reply