“অগোছালো আমি”
মোঃ রুবেল সরদার
অগোছালো আমি-
সাঁঝগোছ নেই মোটে, দেহে কিংবা আগামী পথচলায়
রাত জেগে বাড়ী ফেরা, নির্ঘুম রাত কাটানো,
এ বেলার পেটের জামিন ঐ বেলা
টই টই করে সারা গাঁ ঘোরা
আমার মাঝে বসত করে এ অভ্যাস নিত্যবেলা।
হঠাৎ করে অগোছালো জীবন মেতে উঠলো পরিপাঠি হবার নেশায়
দু’চোখ জুড়ে নেমে হলো হাজারো রঙ্গিন স্বপ্ন
গোছাতে হবে জীবন, শুরু হলো আগামীর পথচলা
একটা চাকরিও জুটলো কপালে,
সুখের আবরন ঘিরে ধরল প্রতিটি মুহুর্ত, প্রতিটি দিন
ভুলেই গেছি অতীতের অগোছালো সব কথা।
যখন আমি পাল্টে গেলাম, নতুন করে স্বপ্ন বুনলাম
হঠাৎ করে অন্যপথে-
পা বাড়ালো সে-দিক-বিদিক এই আমি
ফেরলাম ফের অগোছালো জীবনে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply