ছোটগল্প : *অধরা *
শেখ আশরাফুল ইসলাম
দৃশ্য -০১
অধরা! তুমি এখন কথা বলছো না যে? কিন্ত কেন?তুমি তো এই বাসর রাতে কত স্বপ্ন দেখাতে আমাকে।কিন্ত আজ তুমি নীরব কেন!
না বেশি লজ্জা পাচ্ছো তাই না! কিন্ত, প্রতি উত্তর নেই। এ যেন প্রতি উত্তর এর অভাব। হে মহীয়সী নারী ;নীরব থাকলে কে উত্তর দিবে তারি?
কিন্ত, আজ যেন অধরা কোন উত্তর দিচ্ছে না অর্ণবের ! অর্ণব রেগে বলে উঠলো ধ্যাত তুরি।তুমি কিছু বলবে না আমি একা একাই সব বলবো তা কি হয়? তার চাইতে বরং আমি একটু বাহির থেকে আসি। অমনি দরজার কাছ থেকে অর্ণব এর ডান কাঁধে হাত দিয়ে বললো কোথায় যাচ্ছো? অর্ণব চিন্তা করলো
অধরা খাট থেকে কখন নামলো। এ কথা আর না ভেবেই সে ততক্ষণাৎ পিছন ফিরে তাকালো। অমনি সে দেখতে পেল অধরা খাটের উপরই বসে আছে।কিন্ত! তাহলে,আমার কাঁধের উপর হাত দিয়েছে কে? পরক্ষণে সে দেখলো খাট থেকে অধরার হাত দরজা অবদি এসেছে সে অজ্ঞান! ..সে সকালে ঘুম থেকে উঠে
দেখলো সে মেঝের উপর শুয়ে রয়েছে। আর অধরা বাসার সবাই কে চা দিচ্ছে। আর তার জন্য ও চা নিয়ে আসছে..তার মাথায় ঘুর পাক খেতে থাকে সে কি অধরাই? সে অবাক দৃষ্টিতে অধরা দিকে চেয়ে আছে অধরা কাছে এসে বললো কি হল, চা নেবে না? অর্ণব চমকে উঠে বললো হ্যাঁ হ্যাঁ।কই দাও?..
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply