(১) দুনিয়া মুমিনদের জন্যে কারাগার, কাফিরদের জন্যে জান্নাত। (২) আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে বিপদে ফেলে পরীক্ষা করেন। (৩) আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে, তাহলে তোমরা সামান্যই হাসতে আর অনেক বেশি কাদতে। (৪) পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। (৫) দুনিয়া আখেরাতের তুলনায় সামান্য। (৬) প্রতিটা ভালো কথা সাদাকাহ। (৭) হয় উত্তম কথা বলো আর নয়তো চুপ থাকো। (৮) রাগ করো না। (৯) যে ব্যক্তি একজনের কথা
আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায়, সে জান্নাতে প্রবেশ করবে না। (১০) দুজন মানুষের ভালোবাসার জন্যে বিয়ের মতো উত্তম আর কিছু হয় না। (১১) তোমাদের কেউ যেন স্ত্রীদেরকে ঘৃণা না করে। (১২) দুজন লোকের খাবার তিনজনের জন্যে যথেষ্ঠ, তিনজনের খাবার চার জন লোকের জন্য যথেষ্ঠ। (১৩) কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। (১৪) যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ত্যাগ করলো, সে কুফুরী করলো। (১৫) তোমরা কাফিরদের
আরো পড়ুনঃ গরিবে নেওয়াজ’ যেখানে বিনামূল্যে খাওয়া যায়
বিরোধীতা করো। (১৬) আমার উম্মতের লোকদের বয়স হবে ৬০ বছর, আর তাদের খুব অল্পই ৭০ বছরে পৌঁছাবে। (১৭) যিনাকারী যখন যিনা করে, তখন তার ঈমান থাকে না। (১৮) জিহবার কারণে মানুষ সবচাইতে বেশি বিপদগ্রস্থ হয়। (১৯) দুনিয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেন, যাকে
ভালোবাসেন না, তাকেও দান করেন। কিন্তু দ্বীন শুধুমাত্র আল্লাহ তাকেই দেন, যাকে তিনি ভালোবাসেন। (২০) আলেমরা হচ্ছে নবী-রাসুলদের উত্তরাধিকারী। (২১) যার সর্বশেষ কথা হবে “লা ইলাহা ইল্লাল্লাহ” সে (একদিন না একদিন) জান্নাতে যাবে। (২২) আল্লাহ মানুষের পোশাক বা শরীর দেখেন না, তিনি মানুষের অন্তর ও আমল দেখেন। (২৩) খারেজীদের বয়স কম হবে, বুদ্ধি মোটা হবে। তারা কুরআন পড়বে, কিন্তু তার অর্থ বুঝবে না। তারা জাহান্নামের কুকুর। (২৪)
আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। (২৫) জান্নাতের পানি অত্যন্ত মিষ্টি আর মাটি খুব উর্বর। সর্বনিম্ন জান্নাতীকেও দশটা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে. আল্লাহ পাক আমাদের সবাইকে কুরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুক।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply