আগামীকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার সা’দপন্থিদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রোববার (১৭ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর থেকে মাওলানা সা’দ অনুসারীদের পরিচালনায় দুই দিনের ইজতেমা শুরু হয়েছে। তাবলিগের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা ইকবাল হাফিজের আম বয়ানের মধ্য দিয়ে সা’দপন্থীদের ইজতেমা শুরু হয়।
লঘুচাপের কারণে রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন ইজতেমা ময়দানে আসা মুসল্লিরা। কাঁদা পানিতে ময়দানের ভেতরে রান্নাবান্নাসহ যাতায়াতের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে মুসল্লিরা ময়দানে সামিয়ানার নিচে পলিথিন টানিয়ে অবস্থান করছেন।
মাওলানা সাদ অনুসারী মুরুব্বি সৈয়দ আনিসুজ্জামান জানান, বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে মুসল্লিদের মাঠে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এ বিষয়ে ইজতেমা কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আরো পড়ুনঃ এবার ডাস্টবিনে নেমে পড়লেন ব্যারিস্টার সুমন
তিনি আরও জানান, শনিবার সন্ধ্যার পর মুসল্লিরা ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা সমাপ্তি হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (এসি-মিডিয়া) রুহুল আমীন সরকার বলেন, মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। সার্বিক বিষয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন খোঁজখবর রাখছে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ইজতেমা শেষে জোবায়েরপন্থী ও সা’দপন্থীদের সব মালামাল প্রশাসনের হেফাজতে থাকবে। পরে উভয়পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply