সংবাদ প্রেরনের জন্য নিজস্ব নীতিমালাঃ-
১. সংবাদ প্রেরনের অনুমতি থাকতে হবে, যদি ওই স্থানে প্রতিনিধি না থাকে তাহলে সিভি পাঠিয়ে ফোন করে অনুমতি নিতে হবে।
২. ক্রাইম নিউজের ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট দিতে হবে, এবং ডকুমেন্ট পাঠাতে কোন সমস্যা থাকলে ফোনে জানাতে হবে। তা নাহলে ঝামেলা হতে পারে।
৩. প্রতিদিনের সংবাদ প্রতিদিন দিতে হবে,পুরোনো নিউজ দেয়া যাবেনা। কারন অনলাইন মানে প্রতিযোগিতা।
৪. নির্দিষ্ট ফরম্যাটে সাজানো সংবাদ দিতে হবে, কারন অগোছালো সংবাদ পাঠালে এডিট করে প্রকাশ করার বিষয়টি নিউজ এডিটরের নির্দিষ্ট সময়ের উপর
নির্ভর করে।
৫. সংবাদ পাঠানোর আগে আপনি পাঠক হউন। এতে ভুল এবং ভুল বানানগুলো সংশোধন করুন।
৬. সংবাদ রিলেটেড ছবি এবং বক্তব্য দেয়ার চেষ্ঠা করতে হবে।
৭. নিউজের সাইজ বিহীন ছবি /ফেজবুক থেকে ডাউনলোড করে ছবি দেয়া যাবেনা, তবে অন্য যদি না পাওয়া যায় তাহলে ফেজবুকের ছবিকে ফটোশপে
নিয়ে ৫৭০/৩৫০ আকারের সাইজ করে পাঠাতে হবে।
৮. সংবাদদাতাদের প্রেরিত রাজনৈতিক সংবাদ প্রচার তুলনা একটু কম প্রকাশিত হবে।
৯. কপিরাইট নিউজ পাঠানো যাবেনা,তবে গুরুত্বপুর্ন নিউজ হলে সুত্র সহ পাঠাতে হবে।
১০. রাত ১০ টার মধ্যে সংবাদ পাঠাতে হবে, দেরী হলে কারন উল্ল্যেখ করতে হবে ।
১১. অভ্র কি-বোর্ড দিয়ে লিখে পাঠাতে হবে।
১২. কোন সংবাদ জরুরী প্রকাশিত করার প্রয়োজন হলে সরাসরি অফিসের নম্বরে ফোন করে জানাতে হবে।
১৩. সংবাদ প্রেরনকারীর যেগুলো সংবাদ প্রকাশিত হবে সেগুলো নিজ নিজ ফেজবুক ওয়ালে শেয়ার দিতে হবে।
১৪. এই নিয়মে নিউজ দিন :↓ শিরোনাম- সংবাদদাতার নাম প্রতিনিধিঃ- নিউজ-
১৫. তাহলে নিউজগুলা দেখতে সুন্দর দেখাবে এবং পড়তে ভাল লাগবে উপরের নীতিমালা পালনে ব্যার্থ হলে সংবাদ প্রকাশের ক্ষেত্রে
”অনলাইন বাংলা নিউজ বিডির” কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত হবে
অন্যান্য: যদি কোন নিউজ পাবলিশ না হয় তার জন্য নিউজের হেডলাইন লিখে আকর্ষিত করবেন। যে কোন অভিযোগ, মতামত,পরামর্শের জন্য ২৪ ঘন্টা সম্পাদক বিভাগের নির্ধারিত নম্বারে ফোন করতে পারেন।
অফিস নাম্বারঃ #০১৭১২-১৫২৬৮৫, #০১৭৪৩-২৬০৬৫৫
অনলাইন বাংলা নিউজ বিডি
Leave a Reply