স্টাফ রিপোর্টারঃ ছবিতে লাশ হয়ে ঝুলে থাকা হতভাগী মেয়েটির নাম মারজাহান আক্তার বিথী।বয়স একুশ।পিতা-বাবুল হোসেন,গ্রাম-কালুয়াই(নাজির মাষ্টার বাড়ি)।উপজেলা-সোনাইমুড়ী,জেলা-নোয়াখালী। ২৪ জুলাই ২০১৪ খ্রিষ্টাব্দে সোনাইমুড়ী উপজেলার
আমিরাবাদ গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেনের এক মাত্র ছেলে মুরাদ হোসেনের সঙ্গে মারজাহান আক্তার বিথীর বিয়ে হয়।পুত্র সন্তানের মা হয় বিথী।যার বয়স এখন ২ বৎসর ৩ মাস। মুরাদের পরিবার ঢাকায় থাকেন।বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জে,রোড় নং ১৫, বাসা নং ৪৪৪।জানা গেছে,মাদক এবং পরনারীতে আসক্ত মুরাদ প্রতিদিন বিথীকে শারীরিক নির্যাতন
করতো।ফুটফুটে সোনার টুকরো মাসুম শিশু সন্তানের মুখের পানে তাকিয়ে বিথী নিরবে সয়ে যেতো তার স্বামীর সকল নির্যাতন। পহেলা জানুয়ারীতে বিথী বাপের বাড়িতে আসার পর পূনরায় স্বামীর বাড়িতে প্রত্যাবর্তন না করার সিদ্ধান্ত নেয়।তখন মুরাদের পক্ষ থেকে বিথীর বাপের বাড়িতে উভয় পক্ষের বৈঠক হয়।বিথীর আকুতি ভরা কন্ঠ ছিলো-“তোমাদের কাছে মিনতি করছি
আমাকে ওদের বাড়িতে যেতে বলোনা।ওরা আমাকে মেরে ফেলবে।” মুরাদ আর কখনও মাদকদ্রব্য সেবন করবে না,নারী ঘটিত চারিত্রিক দোষ সংশোধন করবে,বিথীর সঙ্গে দূর্ব্যবহার এবং কখনও তাকে শারীরিক নির্যাতন করবে না বলে ওয়াদাবদ্ধ হয়।বিথীর অভিবাভক মুরাদের লোক দেখানো অনুশোচনাকে সরল মনে বিশ্বাস করে পূনরায় ২ (দোসরা) ফেব্রুয়ারী তাকে
ঢাকাস্হ স্বামীর বাড়ি পাঠায়। ১৬ ফেব্রুয়ারি রাত ১১.৩০ টার সময় স্বামী নামক বর্বর ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হয় বিথী।তারপর গলায় ওড়না প্যাঁছিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় বিথীকে।সংযুক্ত ছবিগুলো দেখলে পাঠক সহজেই বুঝতে পারবেন এটা আত্মহত্যা নয়।একটা পরিকল্পিত হত্যাকে আত্নহত্যা বলে চালিয়ে দেবার জন্য ঘাতকের অপচেষ্টা। বিথীর
বাবা বাবুল গরীব।বড় অসহায়।ঘাতক মুরাদ বিত্তশালী।মুরাদ আইন-কানুনকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করছে।বিথীর বাবাকে উল্টো হুমকি-ধমকীতে ত্রাসিত পরিস্হতির মুখে নির্বাক বানাবার সকল চেষ্টা রেখেছে অব্যাহত।অর্থ-বিত্তের প্রভাবে মেয়ের
হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে নির্বাক প্রায় বিথীর বাবার মুখের দিকে তাকালে যেকোন লোকের বুকের ভেতর থেকে হুহু করে বেরিয়ে আসছে কান্নার ঢেউ। প্রিয় সুহৃদ/প্রিয় বন্ধু/প্রিয় পাঠক/মানবাধিকার কর্মী/ প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক্স মিডিয়ার
সংবাদকর্মী ভাই-বোন-বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইলো,অর্থ দিয়ে নয়,রক্ত দিয়ে নয়,শুধু শেয়ার করুন।বিথী হত্যার বিচারের দাবীতে একটু স্বোচ্ছার হোন।প্লীজ মানবিক স্বত্তাকে জাগিয়ে তুলুন আরও একবার।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply