ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ সাদা পোশাকেও বিবর্ণ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের দুই দিনেই হার দেখছে বাংলাদেশ। আসলে লড়াইটা জমাতেই পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দর। বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় নিউজিল্যান্ডের ২৫৪ রানের সময়। দুই ওপেনার জিত রাভাল এবং টম
লাথাম দুজনই করেন সেঞ্চুরি। ১৩২ রানে মাহমুদুল্লাহর বলে রাভাল ফেরেন। আর লাথাম করেন ১৬১ রান। তাকে ফেরান সৌম্য সরকার। এরপর ৪ রানে রস টেইলরকেও তুলে নেন সৌম্য। অর্ধশতক হাঁকানো হেনরি নিকোলসকে মেহেদী মিরাজ তুলে নিলেও ৯৩ রানে অপরাজিত কেন উইলিয়ামসন এবং নেইল ওয়েগনার তৃতীয় দিন ব্যাট করতে নামবেন।
মাত্র ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড এরিমধ্যে লিড নিয়ে ফেলেছে ২১৭ রানের। যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৩৪ রান। প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাট করলেও মূল লড়াইয়ে এসে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি। তামিম ইকবালের ১২৬ রানের ইনিংসটি একটু পাশে সরিয়ে রাখলেই চোখে পড়বে বাকিদের দৈন্যদশা। দ্বিতীয় দিনের খেলা শেষে শতক হাঁকানো জিত রাভাল তো সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েই দিলেন, এ ম্যাচে জয় দেখছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৪ (তামিম ইকবাল ১২৬, লিটন দাস ২৯;ওয়েগনার ৪৭/৪)
নিউজিল্যান্ড প্রথম ইনংস: ৪৫১/৪ (রাভাল ১৩২, লাথাম ১৬১, উইলিয়ামসন ৯৩*, নিকোলস ৫৩; সৌম্য ৫৭/২)
নিউজিল্যান্ড ২১৭ রানে এগিয়ে
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply