মাত্র তিনদিনের ব্যবধানে আরেকটি এল ক্লাসিকো উপভোগ করার সুযোগ পাচ্ছে বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের রেশ কাটতে না কাটতেই আজ মুখোমুখি হতে চলেছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।
শনিবার (২ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটি শুরু হবে। ফেসবুক লাইভে খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
গত ২৭ ফেব্রুয়ারি এই সান্তিয়াগো বার্নাব্যুতেই লুইস সুয়ারেজের জোড়া গোলের সুবাদে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফলে রিয়ালের মাঠে কাতালানরাই যে আত্মবিশ্বাসে টইটম্বুর থাকবে, তা বুঝতে কারোর তেমন অসুবিধা হচ্ছে না।
যদিও রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে কাতালানরা যে সতর্ক রয়েছে তা পরিষ্কার করে আগেই জানিয়েছেন দলটির ডিফেন্ডার জেরার্ড পিকে। তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে এখানে (সান্তিয়াগো বার্নাব্যু) অনেক ম্যাচ জিতেছি। তার মধ্যে কয়েকটি ম্যাচ জিতেছি বড় ব্যবধানে। তারা (রিয়াল মাদ্রিদ) আমাদের চেয়ে লা লিগায় পয়েন্ট ব্যবধানে বেশি পেছনে নেই। আমরা এখন আরামে থাকতে পারি না। কারণ শনিবার আমাদের ভালো নাও যেতে পারে। তবে আশা করি পরের এল ক্লাসিকোতে আমরা ভালো ফল পাবো।’
প্রতিপক্ষের কাছ থেকে সমীহ পেলেও বার্সেলোনা কে নিয়ে রিয়ালের ভয় তৈরি হয়েছে বলে অন্তত সার্জিও রামোসের কথায় মনে হচ্ছে। রিয়ালের অধিনায়ক বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচে যেন ঘাবড়েই গিয়েছিলেন। নতুবা কেনই বার্সার কাছে তিন গোল হজম করার পর সতীর্থদের উদ্দেশ্যে বারবার- ওরা যেন ছয় গোল দিতে না পারে! ওরা যেন ছয় গোল দিতে না পারে! বলে চেঁচাবেন।
এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ২৪১ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। এই দুই দলের মর্যাদার লড়াইটা যে বেশ জমজমাট হয়, তার সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যান। রিয়ালের ৯৫ জয়ের পাশাপাশি বার্সেলোনার জয়ের সংখ্যাও ৯৫। দুই দল ড্র নিয়ে মাঠ ছেড়েছে ৫১টি ম্যাচ। আজকের ম্যাচের পর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের জয়ের সংখ্যা সমান থাকবে নাকি কোনো এক দল এগিয়ে যাবে, তা জানার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply