জয় রহমান বনশ্রী প্রতিনিধি: ব্যাংক ডাকাতি প্রস্তুতিকালে ১২ ডাকাত ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)’র ০২ সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জমাদিসহ গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ।গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো- ১। ডাকাত সর্দার মোফাজ্জল হোসেন ওরফে বড় ভাই ওরফে দাদা ওরফে দাদু, ২। মোঃ জহির উদ্দিন ভূইয়া ওরফে চৌধুরী, ৩। মোঃ আতিকুর রহমান,
৪। মোঃ মনিরুজ্জামান ওরফে নয়ন, ৫। লাড্ডু মোল্লা, ৬। কাইয়ুম শিকদার, ৭। আলাউদ্দিন শেখ, ৮। মুন্সি খসরুজ্জামান ওরফে মেজর, ৯। মোঃ জাহাঙ্গীর হাওলাদার, ১০। সুব্রত দাস, ১১। মিন্টু কর্মকার ও ১২। অলিউল্লাহ হাওলাদার ওরফে অলি।এসময় তাদের নিকট হতে উদ্ধার করা হয়, ২টি ৯ এমএম পিস্তল, ২টি ৭.৬৫ এমএম পিস্তল, ৩৩ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি কাটার, ৩টি হেক্সো ব্লেড, ১টি স্লাই রেঞ্জ, ২টি প্লাস, ২টি স্ক্রু ড্রাইভার, ১টি স্কচ টেপ, ৫টি কালো
কাপড়ের মুখোশ, ১টি ছোড়া ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।আজ ৪ মার্চ’১৯ দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন বিপিএম, পিপিএম।অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ মার্চ ১৯ তারিখ ২২.১৫ টায় রাজধানীর ধোলাইপাড় মোড় সংলগ্ন এশিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালায় ডিবি পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম। অভিযানকালে উল্লেখিত অস্ত্র ও সরঞ্জমাদিসহ ডাকাতদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা জানায়, তারা ধোলাইপাড় মোড়স্থ পূবালী ব্যাংকের সিকিউরিটি গার্ডদেরকে জিম্মি করে ডাকাতি করার জন্য পিকআপ গাড়ি ও অস্ত্রশস্ত্রসহ উল্লেখিত স্থানে সমবেত হয়েছিল। তারা ইতোপূর্বে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীক ও আর্থিক প্রতিষ্ঠানে ৯টিরও বেশি ডাকাতি করেছে। ডাকাতরা আরো জানায়, গত ১৩ জানুয়ারি ২০১৯ তারিখ ময়মনসিংহের ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানীতে ডাকাতি চেষ্টাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। উক্ত ঘটনায় পুলিশের এক সদস্য বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন।
ইতোপূর্বে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটনকালে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেলও খেটেছে।অন্য দিকে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য মোঃ আতিকুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার রামপুরাস্থ বাসায় আরো আগ্নেয়াস্ত্র আছে। এমতাবস্থায় আতিকুরকে নিয়ে তার রামপুরাস্থ বাসায় ঐদিনই রাত ১১.৪৫টায় অভিযান করে ডিবি’র ডেমরা জোনাল টিম। অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ
(হুজি)’র দুই সক্রিয় সদস্য হাফিজ ওরফে খালিদ ওরফে ইব্রাহীম গাজী ও মামুনুর রশিদ ওরফে বাচ্চু মোল্লাকে গ্রেফতার করা হয়।এসময় তাদের নিকট হতে ১টি একে .২২ বোরের রাইফেল, ১টি পাইপ গান, ৮ রাউন্ড গুলি, জিহাদী বই, ১০ কেজি গান পাউডার ও সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় ২টি ও রামপুরা থানায় ১টি নিয়মিত মামলা রুজু হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply