মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে জানিয়েছেন, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে দিল্লির ব্যর্থতাকে দায়ি করে দেশটির অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে জানা যায়, বিশ্ব বাজারে মার্কিন বাণিজ্য ঘাটতি হ্রাস করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রেক্ষাপটে ভারতের বাজারে মার্কিন পণ্য প্রবেশে উচ্চ শুল্ক হারের বিরুদ্ধে বারবার সরব থাকা প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের কংগ্রেসের উদ্দেশে লেখা এক চিঠিতে এই জেএসপি প্রত্যাহারের কথা জানান বলে জানা যায়। এন ডি টিভি
চিঠিতে তিনি বলেন, ভারত তার বাজারে যুক্তরাষ্ট্রকে ন্যায্য প্রবেশের নিশ্চয়তা দেয়নি। তাই তিনি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’স অফিসকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা কার্যক্রমের আওতা থেকে ভারতকে বাদ দেয়ার নির্দেশনা দিয়েছেন।
অপরদিকে অর্থনীতিতে যথেষ্ট উন্নতি করায় তুরস্কের অগ্রাধিকারমূলক বাজার সুবিধাও বন্ধ করছে দেশটি। ওয়াশিংটন মনে করছে, তুরস্ক অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাওয়ার শুল্কমুক্তবাণিজ্যের সুযোগ পাওয়ার যোগ্যতা এখন আর দেশটির নেই। এটি জিএসপি প্রকল্পের অধীন, যা নির্ধারিত কিছু পণ্যকে মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দেয়।
এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত ঠিক করে দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস। পণ্যের মেধাস্বত্ত্ব নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রেও ন্যায্য ও যৌক্তিক প্রবেশাধিকারের মত বিষয় থাকে এসব শর্তের মধ্যে। যুক্তরাষ্ট্র মনে করছে, ভারত ও তুরস্ক নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারছে না।
জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস বা জিএসপির আওতায় তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর কিছু নির্দিষ্ট পণ্য বিনাশুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পায়।
এমন এক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিলেন যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টায় আছে যুক্তরাষ্ট্র।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply