গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০৬ টি খাস জলাশয়ের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অনন্ত ১০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৮১ রাউন্ড ফাঁকা গুলিও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করছে। প্রতক্ষ্যদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, আজ বুধবার দপুর ১২টার দিকে
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এর কার্যালয়ে খাস ১০৬টি জলাশয়ের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ উপজেলা চত্তরের সামনের সড়কে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে স্থানীয় সাপ্তাহিক কাটাখালি পত্রিকার সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেনসহ ১০জন আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী
কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন টেন্ডার স্থগিত ঘোষনা করেন ।গোবিন্দগঞ্জ থানার ওসি(তদন্ত)আফজাল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ৮১ রাউন্ড ফাঁকা গুলি ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে ও পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এদিকে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply