রাজধানী মৌচাকের আনারকলি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর (বিকেল সাড়ে ৫টা) পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (৯ মার্চ) বিকাল ৫টা ২৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল ৫টা ২৮ মিনিটের দিকে মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগে। তবে কিভাবে আগুন লাগে তা এখনও নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত ভাবে জানানো যাচ্ছে না বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও। এ ঘটনায় ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ আরও ৪১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর মারা যান আরও কয়েকজন। সব মিলিয়ে এ ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply