বড় মঞ্চে তিনি জ্বলে ওঠেন। ঠিক যেমন গত রাতে। চ্যাম্পিয়ন্স লিগে একাই জুভেন্টাসকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ০–২ ব্যবধানে হেরে গিয়েছিল জুভেন্টাস। গতরাতে তুরিনে রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে জুভেন্টাস দু’পর্ব মিলিয়ে জিতল ৩–২ ব্যবধানে।
রোনালদোর খেলা দেখতে তুরিনে হাজির ছিলেন বান্ধবী জিওর্জিনা রডরিগেজ। রোনালদোর হ্যাটট্রিকের পর কান্না চেপে রাখতে পারেননি জিওর্জিনা। তিনি গ্যালারিতেই কেঁদে ফেলেন। তারপরই তিনি ইনস্টাগ্রামে রোনালদোর ছোটবেলার একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন,‘এই হ্যাটট্রিকটা নাটক করে আসেনি। রোনালদোই এর যোগ্য। যে ক্লাবেই রোনালদো খেলেছে। ওর নিষ্ঠা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। সতীর্থ, কোচ ছাড়াও অগণিত ভক্তদের ভরসা তুমি। বিশ্ব ফুটবলে তুমি রাজত্ব করে চলেছো। আমি ও পরিবারের সবাই তোমাকে ভীষণ ভালবাসি।’
এটা ঘটনা রিয়েল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর রোনালদোর সময়টা খুব ভাল যাচ্ছিল না। গোল পাচ্ছিলেন। কিন্তু চেনা রোনালদোকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তিনি ফিরলেন। একেবারে রাজার মত। হ্যাটট্রিক করে দলকে নিয়ে গেলেন শেষ আটে। ম্যাচের পর রোনালদো বলেছেন,‘বিশেষ রাত। শুধু নিজের নয়। গোটা দলের। চ্যাম্পিয়নদের মানসিকতাই এরকম হয়। জুভেন্টাস একারণেই আমাকে এনেছে। এরকম ম্যাজিক উপহার দেওয়ার জন্য।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply