নাটোরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এমদাদুল হক (৩২) নামে এক পথচারী নিহত হয়েছে। এ সময় বিক্ষিপ্ত এলাকাবাসী ওই সড়কে চলাচলকারী তিনটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৫ মার্চ) সকালে সদর উপজেলার হালসা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক সদর উপজেলার হালসা ইউনিয়নের মাটিকোপা গ্রামের জহুরুল হকের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা দৈনিক অধিকারকে জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও এমদাদুল হক বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী এলাকায় তার জমিতে যায়। পরে সকাল ৯টার দিকে সে জমি থেকে বাড়ির দিকে ফিরে আসছিল। এ সময় পথে হালসা বাজার থেকে থেকে মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। এতে এমদাদুল হক ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষিপ্ত হয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী তিনটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply